সরেজমিন তথ্যানুসন্ধানে জানা যায়, উমেদার থেকে নৈশ প্রহরী এরপর নায়েব আনিছুর নিজের পিতাকেও অতিষ্ঠ করার কারণে করা মামলায় ইতিপূর্বে সাময়িক বরখাস্ত হন। পিতার কাছে ভাল হওয়ার অঙ্গীকারে, প্রায় ৩ বছরের অধিক সময় পর কৌশলে সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করান।
তালা উপজেলার হরিচন্দ্রকাটী গ্রামের মৃত খালেক শেখের স্ত্রী ও সাবেক সংরক্ষিত মহিলা মেম্বার মঞ্জুয়ারা খাতুন জমি বিক্রির জন্য নামপত্তন করতে সহকারী ভুমি কর্মকর্তা আনিসুর রহমান এর দারস্থ হন। এক পর্যায় জমির নামপত্তনের জন্য নায়েব আনিসুর রহমান উল্লেখিত মোটা অংকের টাকা দাবি করেন। ভুক্তভোগী মঞ্জুয়ারা খাতুন নায়েব আনিসুর রহমান এর চাহিদা অনুযায়ী ১ লক্ষ ৩০ হাজার টাকা উৎকোচ দেন। কিন্ত মোটা অংকের উৎকোচ গ্রহণ করে নায়েব আনিসুর রহমান তালা এসিল্যান্ড অফিসের সহি-সাক্ষর জালিয়াতি করা একটি ভুয়া এবং জাল নামপত্তনের কাগজ হাতে ধরিয়ে দেন বলে এ দাবি করেন মঞ্জুয়ারা খাতুন। গত শুক্রবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ১১ টার দিকে সদর ইউনিয়ন ভূমি অফিস খুলে এক দালাল কাজ করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে গিয়ে দেখা গেছে ভূমি অফিসে কাজ করছেন দালাল আলতাফ হোসেন। গণমাধ্যমকর্মী দেখেই অফিসের ভেতর থেকে তালা লাগিয়ে দেন তিনি। ছুটির দিনে সরকারি অফিসে দালালের কার্যক্রমের বিষয়টি তাৎক্ষণিক অবহিত করা হয় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস ও থানা অফিসার ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খানকে। ইউএনও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও বাস্তবে কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
এ বিষয় তালা সদর ইউনিয়ন সহকারী ভুমি কর্মকর্তা আনিসুর রহমান, উৎকোচ গ্রহন বা জালিয়াতির বিষয়টি অস্বীকার করে উর্দ্ধত্বন কর্তৃপক্ষের সাথে ছাড়া কাউকে কৈফিয়ত দিবেন বলে কৌশলে এড়িয়ে যান। সাতক্ষীরা তালা ইসলামকাটি সাব-রেজিস্টার মইনুল হক জানান, গত ইংরেজি ২২.০৯.২২ তারিখে মঞ্জুয়ারা খাতুনের জমি বিক্রয়ের লিখিত দলিল রেজিস্ট্রি বন্ধ রাখার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, মঞ্জুয়ারা খাতুন জমি হস্তান্তর করা নামপত্তনের কাগজটি দেখে সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক জমি রেজিস্ট্রি করা বন্ধ ঘোষণা করে, নামপত্তনের কাগজটি তার দপ্তরস্বারক নম্বর ৪১৪ তারিখ ২৮-৯-২০২২ মোতাবেক এসিল্যান্ড অফিসে যাচাই বাছাই করার জন্য প্রেরন করেছেন। সহকারী কমিশনার (ভুমি)তালা মোঃ রুহুল কুদ্দুস জানান, তালা ইসলামকাটি রেজিস্ট্রি অফিস থেকে সাব-রেজিস্টার মইনুল হক মঞ্জুয়ারা খাতুন নামে জমির নামপত্তনের কাগজ টি যাচাই বাছাই করার জন্য প্রেরন করেছেন সে কাগজটি সঠিক কিনা জানতে চাইলে তিনি বিষয়টি অবগত হয়ে জানাবেন।