সাতক্ষীরা তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মাছিয়াড়া গ্রামে একটি বসত বাড়িতে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ১০ সেপ্টেম্বর সন্ধ্যায় তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগী মোঃ লুৎফর মোল্যা (৫৫)।
অভিযোগ সূত্রে জানা যায়,
০৫ আগস্ট ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত্র ২:৩০ টার সময় বিভিন্ন দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হইয়া আমার বসত ঘরের মধ্যে প্রবেশ করে।১। আব্দুল আলী গাজী (৪০), ২। মোঃ শাহিনুর গাজী (৩৫), উভয় পিতা- মৃত: ইছহাক আলী গাজী, উভয় সাং- মাছিয়াড়া, ডাকঘর খলিলনগর, উপজেলা- তালা, জেলা- সাতক্ষীরা সহ আরও অজ্ঞাতনামা ২০/২২ জন ব্যক্তি বসত হইতে লুটপাট করিয়া নিয়া যায়।যা লুৎফর মোল্যা পুত্রবধূ স্বপ্না ও নাতি আবু হুরায়রা উপরোক্ত লোকজনকে চিনিতে পরে।
লিখত অভিযোগে লুৎফর মোল্যা জানান-আমার বসতঘরে প্রবেশ করিয়া ঘরে মধ্যে রক্ষিত নগদ ১০,০০০/- (দশহাজার) টাকা ও ৩ ভরি স্বর্ণাংলাকার যার আনুমানিক মূল্য ৩,৫০,০০০/- (তিন লক্ষ পঞ্চাশ হাজার) টাকা এবং বসত ঘরের সকল ফার্ণিচার ভংচুর করিয়া ফেলে যার আনুমানিক মূল্য ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, উক্ত সকল ঘটনা আমার পুত্রবধূ স্বপ্না সহ পাশের প্রতিবেশি লোকজন অনেকেই দেখে আমার বসত হইতে লুটপাট করিয়া নিয়া যায়।
তাই এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভূগছে লুৎফর মোল্যা সহ তার পরিবার। এ ঘটনায় তালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।