খুলনা- সাতক্ষীরা মহাসড়কে ট্রাকের চাকায় পিষ্ঠ হয়ে ফারজানা ইয়াসমিন নামের এক পুলিশ কনসটবল নিহত হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদশীরা জানান, খুলনা শহরের দিক থেকে একটি মোটর সাইকেলের পিছনে ওই পুলিশ সদস্য শিশু সন্তান নিয়ে নিজ কর্মস্থল ডুমুরিয়া থানায় যাচ্ছিল। মোটর সাইকেলটি গুটুদিয়া ফুটবল মাঠের কাছে আসলে উচু নীচু সড়কের খাদে আঘাত লেগে মোটর সাইকেলের পিছন থেকে ফারজানা পড়ে যান। এ সময়ে পিছনে থাকা দ্রæতগামি চলন্ত ট্রাক তার শরীরের উপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ এম এ হক জানান, দ্রুতগামি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ডুমুরিয়া থানায় কর্মরত নারী কন্সটেবল ঘটনাস্থলে নিহত হন। নিহত ফারজানার বাড়ি সাতক্ষীরা জেলায়। নিহতের মরদেহ থানায় নেয়া হয়েছে। ট্রাকটি আটক করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ আল আমিন ঘটনাস্থলে আসেন।