খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই সৌরভ কুমার দাস সংগীয় অফিসার ও ফোর্সসহ জেলার বটিয়াঘাটা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫ই মে (বৃহস্পতিবার) বেলা ১২টার সময় বটিয়াঘাটা থানাধীন চক্রাখালী সাকিনস্থ চক্রাখালী হইতে তেতুলতলাগামী রাস্তার দক্ষিণ পাশে অনুপ স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে আসামী,মোঃ সেলিম রেজা (৩৮), পিতা- মৃত আনছার আলী গাজী, মাতা- ছায়েরা বিবি, সাং- বাসাখালী, থানা-পাইকগাছা, জেলা-খুলনাকে গ্রেফতার করে ডিবি খুলনা।এ সময় ধৃত আসামী সেলিম রেজার হেফাজত হতে ১’শ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার সংক্রান্তে এসআই সৌরভ কুমার দাস ৫ই মে বেলা ১২.২৫ টার সময় জব্দতালিকা মূলে জব্দ করে। উক্ত ঘটনায় গ্রেফতার আসামি সেলিম রেজার বিরুদ্ধে মাদক আইনে বটিয়াঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে।যার নং-০১ তারিখ- ০৫/০৫/২০২২ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারণির ১০ (ক)।