গাজীপুরের কালীগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সভাপতিত্বে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার বিচারের দাবিতে এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ আগষ্ট) দুপুরে কালীগঞ্জ পৌরসভার হতে বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল পৌর এলাকার প্রধান প্রধান সড়ক পদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে পৌর বিএনপির সহ-সভাপতি সালাহ উদ্দিন এর সভাপতিত্বে সভায় মিলিত হয়।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইব্রাহিম প্রধান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. খায়রুল আহসান মিন্টু, সাধারণ সম্পাদক মো. খালেকুজ্জামান বাবলু, সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুর রহমান সবুজ, সাংগঠনিক সম্পাদক মো. রুহুল আমিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ইনজামুল হক জাকির, সদস্য সচিব আশরাফ নেওয়াজ চৌধুরী শাওন, পৌর ছাত্র দলের সভাপতি মাজহারুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক সৈকত হোসেন ইমরান, কালীগঞ্জ সরকারী শ্রমিক কলেজ শাখা ছাত্র দলের সভাপতি হাসিবুল ইসলাম শান্ত ও সাধারণ সম্পাদক মো. হিমেল খান প্রমূখ
এ সময় পৌর বিএনপির সহ-সভাপতি মো. লিটন হোসেন, পৌর কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, তুমুলিয়া ইউনিয়নের সহ সভাপতি মিনারুল হোসেন, বিএনপি নেতা মাসুম সহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।