আজ বাহুবল উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।
বালক ( অনুর্ধ্ব ১৭)-২০২২ এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা ( অনুর্ধ্ব ১৭)-২০২২ শেখ রাসেল মিনি স্টেডিয়াম, বাহুবল এ শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাহুবল নবীগঞ্জ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মহোদয় ।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মহুয়া শারমিন ফাতেমা। উপস্থিত ছিলেন বিভাগীয় প্রধানগণ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও এর অংগসংঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।