ডাকতি প্রস্তুতি কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তালা থেকে পালিয়ে আসা ডাকাত সামাদকে পাইকগাছা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।
সামাদ পাইকগাছা উপজেলার রাড়ুলি গ্রামের আবুল সরদারের ছেলে ও আন্তঃ জেলা ডাকাত দলের নেতা। বৃহষ্পতিবার গভীর রাতে তালা থানার কপোতাক্ষ নদের তীরে বসে কানাইদিয়া গ্রামে ডাকতির প্রস্তুতি নিচ্ছিল সামাদ সহ ১৪-১৫ জন ডাকাত। গোপন সংবাদে তালা থানা পুলিশ অয়ভিযান চালিয়ে ৩ জনকে আটক করে। অন্যরা পালিয়ে যায়। আটক আসামিদের স্বীকারোক্তিতে সামাদের নাম প্রকাশ করে। তালা থানার ওসির দেয়া সংবাদের ভিত্তিতে পাইকগাছা থানা ওসি জিয়াউর রহমানের নির্দেশনায় রাড়লি ক্যাম্প পুলিশ শুক্রবার রাতে সামাদ সরদারকে তার নিজ বাড়ী থেকে আটক করে। তার নামে তালা থানায় ডাকতি মামলা হয়েছে।এছাড়া তার নামে পাইকগাছা,তালা থানাসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। আটক সামাদকে শনিবার দুপুরে তালা থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। অন্যান্য আটককৃতরা হলেন পাইকগাছার বান্দিকাটি গ্রামের গনি শেখের ছেলে সুমন শেখ (২৭), একই উপজেলার রাড়ুলী গ্রামের আকবর শেখের ছেলে সিদ্দিক শেখ (৩৫) ও ডুমুরিয়া উপজেলার গোলনা গ্রামের দীন মোহাম্মদ মীরের ছেলে আলমগীর হোসেন (২৮। ধৃতদের কাছ থেকে ১টি ছুরি ও ২টি চাপাতি উদ্ধার করা হয়েছে।