তালা শহীদ কামেল মডেল হাইস্কুল, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা শহীদ আলী আহম্মদ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষাবিদ প্রয়াত এমএ কাশেমের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে শহীদ কামেল মডেল হাইস্কুলে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য এমএ হাকিম। স্বাগত বক্তব্য রাখেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। শিক্ষক কাছেদ আলী ও গোলাম মোস্তফার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন তালা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ সফিকুল ইসলাম, অত্র স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, ঘোষ আদিত্য কুমার, প্রাক্তন শিক্ষক মোঃ গাউস, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীমা সুলতানা, শিক্ষার্থী তুষার প্রমুখ। এ সময় প্রয়াত এমএ কাশেমের স্ত্রী-সন্তানসহ স্বজনরা, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অভিভাবক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।