বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে তালা উত্তরণ আইডিআরটিতে জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করা ACCESS4ALL প্রকল্প আয়োজিত কমিউনিটি প্রাকটিশনের পরিচিতি কর্মশালা অনুষ্ঠিত হয়। মাসট্রিক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ ও হাইডেলবার্গ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় জলবায়ু পরিবর্তনসহ এলাকার পরিবেশ প্রতিবেশ নিয়ে মতামত ব্যক্ত করেন উত্তরণ প্রতিনিধি দিলীপ সানা, সাস প্রতিনিধি বিএম হাবিবুর রহমান, আশ্রয় ফাউন্ডেশন প্রতিনিধি বনশ্রী ভান্ডারী এবং সাংবাদিক গাজী জাহিদুর রহমান। এ সময় মাসট্রিক ইউনিভার্সিটির প্রফেসর নাদিরুজ্জামান, প্রফেসর এসথার, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এর শিক্ষক সামিরা জামান ও ইসরা তাহিরা এবং ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অফ পাবলিক হেলথ এর ইশরাত জাহান ও দেবযানী চৌধুরী উপিস্থত ছিলেন।
কর্মশালা থেকে জানা যায়, ACCESS4ALL প্রকল্পের মাধ্যমে উক্ত ৫টি ইউনিভার্সিটি জলবায়ু পরিবর্তন নিয়ে সাতক্ষীরা, খুলনা ও চুয়াডাঙ্গা জেলায় কার্যক্রম পরিচালনা করবে। উক্ত প্রকল্পের উদ্দেশ্য হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কে কিছু ফেক্টসিট তৈরি করে জনসচেতনতার জন্য তা কউিনিটির সাধারণ মানুষকে ধারণা দেওয়া এবং এ সমস্যা মোকাবেলায় প্রশিক্ষণ প্রদান ও ডিজিটাল প্লাটফর্ম তৈরি করা। এছাড়া এলাকার সমস্যাগুলো সমাধানের জন্য ব্যাপকভাবে প্রচার করা।