তালা উপজেলার ১০নং খেশরা ইউনিয়ন ও ৯নং খলিষখালী ইউনিয়নের আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
তালা উপজেলা যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেন ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল সোমবার ১৮ই (ডিসেম্বর) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।
এতে খলিষখালী ইউনিয়নের যুবলীগের মোঃ খলিলুর রহমানকে আহবায়ক করে ১৮ বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটি অন্যান্যরা হলেন যৌথ যুগ্ম-আহবায়ক বিপ্লব মুখার্জী চাঁদু ও আজিজুর রহমান গাজী, সদস্য- আব্দুল্লাহ আল মামুন রনি, উত্তম কুমার দে, আলমগীর সরদার, সেলিম মোড়ল, আব্দুল সালাম, মোঃ শাহিন গাজী, কিশোর হালদার, মোঃ সবুজ সরদার, আলিম গোলদার, সুবীর কুমার দাশ, বরুন মন্ডল, ইকরামুল হুদা বাবু, মানিক বাছাড়, রামকৃষ্ণ পাল, সমীরন মন্ডল, খান আবু রাশেদ, জামির কাগুচী, আঃ আহাদ শেখ।
অন্যদিকে ১০নং খেশরা ইউনিয়নের গোবিন্দ দাশকে আহবায়ক করে ১৮ বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
এতে যৌথ যুগ্ম-আহবায়ক শেখ জাকির হোসেন ও মাহিম হাসান মিলন, সদস্যরা হলেন- কাজী টুটুল, বিপ্লব সরদার, মনোতোষ দাশ, হারুন গাজী, মিনারুল মোড়ল, পশুপতি, বিল্লাল গোলদার, মহিতোষ বিশ্বাস, আঃ রাজ্জাক সরদার, আসাদুর সরদার, জসিম গাজী, হরিচাঁদ রায়, রেজাউল খান, ইকবাল সরদার, শফিকুল ইসলাম বাবু, সনৎ রায়, আবুল কালাম মোড়ল, আছাফুর সরদার।