
সাতক্ষীরার তালায় “স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে উপজেলা প্রাণীসম্পদ অধিদপ্তরের উদ্দ্যোগে প্রণীসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ ফেব্রুয়ারী) সকালে উপজেলা প্রণীসম্পদ কর্মকর্তা ডাঃ সজ্ঞয় বিশ্বাস’র সভাপতিত্বে ও সহকারী কৃষি কর্মকর্তা শুভ্রাংশু হালদারের সঞ্চালনায় উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান।
বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান (মহিলা) মুর্শিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন, নগরঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামাল লিপু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, এস আই কৃষ্ণ পদ, উপজেলা দুগ্ধ সমবায় সমিতির সভাপতি দিবস ঘোষ প্রমুখ।
মেলায় দেশী-বিদেশী বিভিন্ন জাতের গরু, হাঁস, মুরগী, ছাগল, কবুতর সহ বিভিন্ন প্রণীর প্রদর্শনী স্টল শোভা পাচ্ছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সজ্ঞয় বিশ্বাস।