বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে তালা মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারে বিশ্ব সাহিত্য কেন্দ্রের কলেজ পর্যায়ের বই পড়া কর্মসূচির মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা আঃ সালাম গণ-গ্রন্থাগারের সাধারণ সম্পাদক গাজী জাহিদুর রহমান, গণ-গ্রন্থাগারের মোঃ আফজাল হোসেন এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের-২০২৩ সালের কর্মসূচি অনুযায়ী অনুষ্ঠিত মূল্যায়ন পরীক্ষায় তালা উপজেলার বিভিন্ন কলেজের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।