সাতক্ষীরার তালা সদরের আটারই গ্রামের সক্রিয় রাজাকার ওহাব আলীর শাস্তির দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছে এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে তালা উপজেলা নির্বাহী অফিসারের অফিসে এলাকাবাসী হাজির হয়ে অভিযোগ দায়ের করেন।
এসময় লিখিত অভিযোগে উল্লেখ্য করেন, আটারই গ্রামের ওহাব আলী গাজী একজন সক্রিয় রাজাকার। ১৯৭১ সালে যুদ্ধের সময় ৫০ হাজার বেতন ভাতা প্রাপ্ত রাজাকার সদস্যদের মধ্য ওহাব আলী একজন। ২০১৯ সালে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে রাজাকার তালিকা প্রকাশ পেলে সেখান ওহাব আলী গাজীর নাম রয়েছে। ওহাব আলী গাজী কতৃক স্থানীয় প্রায় সকল বাসিন্দা ক্ষতিগ্রস্থ। একই সাথে ওহাব আলী গাজীর ছেলে জিয়াউর রহমান জিয়া ও জিল্লু রহমান স্থানীয় জনপদের বাসিন্দাদের মধ্য গন্ডগোল, মারামারি ছাড়াও একে অপরের প্রতি কোন্দল সৃষ্টিতে নিয়োজিত। স্থানীয় নিরীহ ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দিয়ে চাঁদা দাবি, সরকারি জমি দখল সহ নানাবিধ অপরাধ কর্মকান্ডের সঙ্গে তারা সরাসরি জড়িত। সাম্প্রতি স্থানীয় আতিয়ার রহমান নামের এক দিনমজুরকে জিয়া মিথ্যা মামলা দিয়ে ভোগান্তিতে ফেলেছে। মামলা প্রত্যাহার করার জন্য তার স্ত্রীর নিকটে ৫ লাখ টাকা চাঁদা দাবিও করেছেন। এমন অভিযোগ জিয়ার বিরুদ্ধে অনেক রয়েছে, যেটা জনপ্রকাশ্যে।
এদিকে, ওহাব আলী গাজী একজন তালিকাভুক্ত রাজাকার হওয়ার শর্তেও তার ছেলে জিয়াউর রহমান জিয়া ও জিল্লুর রহমান সরকারের ৫০ বিঘার উর্দ্ধে সরকারি খাস সম্পত্তি দীর্ঘদিন ভোগ দখল করে আসছে। সাতক্ষীরা-খুলনার সিমান্তবর্তী সোহেল রানার মৎস্য ঘেরে ৩০ বিঘা, সাতক্ষীরা সদরের বাঁশদহ চৌরঙ্গী মোড় এলাকায় রয়েছে ২০ বিঘা সরকারি খাস জমি। যেটাতে মৎস্য ঘের করে জিয়া ও জিল্লু ভোগদখল করছে। মধ্য আটারই সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঈদগাহ ও সরকারি রাস্তা জোর দখল করে নেওয়ার অভিযোগ রয়েছে জিয়াউর রহমান জিয়ার বিরুদ্ধে। রাজাকার পরিবারের দখলে সরকারের খাস সম্পত্তির বিষয়টি নিয়ে জনমনে বেশ ক্ষোপ রয়েছে। চলতিমাসে রাজাকার ওহাব আলীর বিচারের দাবি ও তার ছেলে জিয়ার হয়রানি থেকে রক্ষা পেতে মানববন্ধন করা হয়েছে। একই সাথে রাজাকার পরিচয় গোপন রেখে সরকারি খাস সম্পত্তি ভোগ দখলের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়েছে। পরবর্তীতে তাদের দখলে থাকা সরকারি জমির তথ্য প্রকাশ পেয়েছে।
এসময়ে রাজাকার ওহাব আলীর দাপ্তরিক বিচার নিশ্চিত ও তার ছেলে জিয়া ও জিল্লুর দখলে থাকা সরকারি জমি যাহাতে তদন্তপূূর্বক দখল উচ্ছেদ বাস্তবায়ন করে সে ব্যবস্থা গ্রহনের দাবী জানান এলাকাবাসী।