তালা উপজেলার জাতপুর সড়ক দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত হয়েছে।
ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ২৩ আগস্ট শুক্রবার রাত ৯ টার দিকে জাতপুর বাজারের আগে বটতলা ঈদগাহ এলাকায় তিনটা মোটরসাইকেল ও পাইকগাছা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা সুন্দরবন পরিবহনের সংঘর্ষে তিন মোটরসাইকেল থাকা ৯ জনের মধ্যে ৫জন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- বারুইহাটি গ্রামের নাসির মালীর ছেলে আনিসুর মালী(২৫),মোশারফের এর ছেলে সবুজ(২৩),মোমিন এর ছেলে আরিফ(২০),আলাউদ্দিন মোড়লের ছেলে রফিকুল(২০),শহিদুল বিশ্বাসের ছেলে সাইদ বিশ্বাস(২৫)।
এদের মধ্যে গুরুতর আহত সবুজ ও আনিসুর মালীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।