তালা উপজেলার পল্লীতে পাওনা টাকা চাওয়ায় চুরির অপবাদে মোঃ সাইদুল ইসলাম সানা (৪০) কে গাছে বেঁধে নির্যাতনের ঘটনায় আদালতে মামলা হয়েছে। নির্যাতনের শিকার উপজেলার কুমিরা ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামের আজগার আলী সানার ছেলে সাইদুল ইসলাম সানার স্ত্রী লিলিমা খাতুন বাদী হয়ে ৭ জনকে আসামী করে গত বৃহস্পতিবার বিজ্ঞ আমলী ৬নং আদালতে উক্ত মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, তালা উপজেলার নওয়াকাটি গ্রামের মৃতঃ নওশের আলী সরদারের পুত্র রেজাউল ইসলাম ময়না ২০ হাজার ধার নেয় সাইদুল সানার কাছ থেকে। কয়েক দফায় ১৫ হাজার টাকা পরিশোধ করে দেয়। বাকি ৫ হাজার টাকার ফেরত চাইলে নানান তালবাহানা শুরু করে ময়না। গত ১৯ জানুয়ারি সন্ধ্যার পর উক্ত টাকা চাইতে গেলে রেজাউল ইসলাম ময়না তার বাড়ির মটর চুরি হওয়ার অপবাদ দেয়। এক পর্যায়ে ময়নার নেতৃত্বে রাঢ়ীপাড়া গ্রামের সোবহান মোল্যা, সাগর মোড়ল, হাশেম মোড়ল, নওয়াকাটি গ্রামের একরামুল, জসিম সরদার, সজীবসহ কয়েকজন তাকে একটি গাছের সাথে পিটমোড়া দিয়ে বেঁধে অমানুষিক নির্যাতন চালায়। এ সময় সাইদুলের স্ত্রী লিলিমা খাতুন ও মা জাহানারা বেগম দুর্বৃত্তদের পা জড়িয়ে ধরলে তাদেরকেও মারপীট করা হয়। এক পর্যায়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। পরদিন শুক্রবার সকালে পুলিশ সাইদুল ইসলামকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় দেয়। এ সময় পরিবারের লোকজন তাকে তালা হাসপাতালে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে ৮/১০টি সেলাই দেয়া হয়। বর্তমানে হাসপাতাল বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে সাইদুল সানা। ইতিমধ্যে হাসপাতালের চিকিৎসকদের পরামর্শ মোতাবেক তাকে সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে মাথা, পা ও কোমরের এক্সরেসহ বেশ কয়েকটি পরীক্ষা করানো হয়। এদিকে উক্ত ঘটনায় জড়িত রেজাউল ইসলাম ময়নাসহ ৭জনকে এবং অজ্ঞাত ৪/৫জনকে আসামী করে গত বৃহস্পতিবার সাতক্ষীরা বিজ্ঞ আমলী ৬নং আদালতে ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৯২/৩৯৪/৫০৬ (২য় অনুঃ)/৩৪ দন্ড বিধি মোতাবেক একটি মামলা দায়ের করেন মোঃ সাইদুল ইসলাম সানার স্ত্রী লিলিমা খাতুন।