সামান্য বৃষ্টিতে চলাচলের অযোগ্য হয়ে যায় সাতক্ষীরা তালা উপজেলার মেলাবাজার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে লিচু তলা মোড়ের পাঁকা রাস্তাটি।
সংস্কার ও তদারকির অভাবে গ্রামের ভেতরে প্রবেশ করতে পারে না জরুরি সেবার কোনো গাড়ি। মেলাবাজার লিচু তলা মেইন সড়ক অভিমুখে সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি বেঁধে থাকে এজন্য চরম ভোগান্তিতে পড়তে হয় এলাকাবাসীর। এই রাস্তা দিয়ে বারুইহাটি – মহল্লাপাড়ার দুই গ্রামের শতশত মানুষের চলাচল। এ রাস্তার মাথায় তালা আলিয়া মাদ্রাসা ও তালা মহিলা মাদ্রাসা শিক্ষার্থীদের কাঁদা মাড়িয়েই স্কুল-কলেজে যেতে হয়। এছাড়া সরল পথ কামারবাড়ি মোড় হতে মেলাবাজার এরইমধ্যে রাস্তা ভেঙ্গে কিছুকিছু জায়গায় বড়ো বড়ো গর্তে পরিণত হয়েছে।
রাস্তাটি সংস্কারের জন্য পার্শ্ববর্তী জনপ্রতিনিধিরা ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও ভোটের পর আর তাদের দেখা মেলে না।
সরেজমিনে দেখা যায়, মেলা বাজার লিচু তলার মোড়ে রাস্তাটির ইট- মাটি ও বৃষ্টির পানির সংমিশ্রণে কাদার ভাগাড়ে পরিণত হয়েছে।
এ বিষয়ে ওয়ার্ড মেম্বার মফিজুল ইসলাম বলেন, রাস্তাটি সংস্কার প্রয়োজন বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সাথে ইতিমধ্যে কথা হয়েছে দ্রুত সময়ের মধ্যে রাস্তাটা সংস্কার করা হবে।