তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
শিখবে শিশু হেসে খেলে,শাস্তিমুক্ত পরিবেশ পেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিভিত্তিক মা/অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২মার্চ)সকালে তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি মীর জাকিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাক্টর মোঃ আবু তাহের।
তালা বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় আরো বক্তব্য রাখেন রাখেন,প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান,শিক্ষক শিপ্রা রানীও অভিভাবকরা।
সমাবেশে বক্তরা মডেল স্কুলের অবকাঠামো উন্নয়ন ,স্কুলে অভিভাবকদের বসার ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সমাবেশে প্রায় শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।