খাগড়াছড়ি প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালায় বেপরোয়া টোল ও চাঁদা আদায়ে অতিষ্ঠ হয়ে কাঁচা বাজার বর্জন করেছে পাইকারি ব্যবসায়ীরা।
এতে কলা, কাঁঠাল সহ বিভিন্ন কাঁচা পন্য সামগ্রি বিক্রি না হওয়ায় পঁচে নষ্ট হয়ে যাচ্ছে। ৫ জুন (মঙ্গলবার) উপজেলার সাপ্তাহিক হাট দীঘিনালা থানা বাজারে দেখা যায় শত শত সাধারণ কৃষক প্রতিসপ্তাহের ন্যায় আম, কলা, কাঁঠাল সহ বিভিন্ন কাঁচা পণ্য পাইকারি বিক্রি করতে বাজারে নিয়ে আসেন। কিন্তু বিভিন্ন জায়গায় বেপরোয়া টোল ও চাঁদা আদায়ে অতিষ্ঠ হয়ে পাইকারি ব্যবসায়ীরা কাঁচা বাজার বর্জন করায় শত শত সাধারণ কৃষকের কাঁচা পণ্য নষ্ট হয়ে যায়।
এদিকে ঈদুল ফিতরকে সামনে রেখে পাইকারি ব্যবসায়ীদের কাঁচা বাজার বর্জন করায় লোকসানে সাধারণ কৃষকরা। অনেক সাধারণ কৃষকরা ঈদের আনন্দ থেকেও বঞ্চিত হবে বলে জানা যায়।
উপজেলা কাঁচা বাজার ব্যবসায়ী সমিতি সূত্র জানায়, কাঁচা পণ্যের ব্যবসায় জেলার বিভিন্ন জায়গায় পরিবহনে পথে পথে বাজার ফান্ড, পৌরসভা, বিভিন্ন আঞ্চলিক সংগঠন ও প্রতিষ্ঠানের নামে বেপরোয়া টোল ও চাঁদা আদায়ে অতিষ্ঠ হয়ে কাঁচা বাজার বর্জন করা হয়েছে। এবিষয়ে সুরহা চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করা হয়েছে। সুরহা না হওয়া পর্যন্ত কোনো পাইকারি ব্যবসায়ী পণ্য কিনবেনা।