পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উদযাপন ২০২২ উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । সোমবার (১৪-নভেম্বর) পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড ২০২২ সম্পন্ন হয় । কয়েকটি গ্রুপে ভাগ করে মেলার অলিম্পিয়াড এর মূল্যায়ন পূর্বক বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় । ইন্টারনেট আসক্তির ক্ষতি বিষয় নিয়ে উপস্থিত বক্তৃতায় প্রথম হয়েছে নবম শ্রেণী শিক্ষার্থী মোছাঃ আফিয়া আক্তার লুবনা , দ্বিতীয় স্থান অর্জন করেন একাদশ শ্রেনীর শিক্ষার্থী মোঃ নয়ন আলী এবং তৃতীয় স্থান অর্জন করেন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী মাহিয়া ফেরদৌস । বিজ্ঞান ও প্রযুক্তি মেলার স্টল/অলিম্পিয়াড গ্রুপে প্রথম স্থান অর্জন করেন পঞ্চগড় করতোয়া কালেক্টরেট আদর্শ শিক্ষা নিকেতন, দ্বিতীয় স্থান অর্জন করেন পঞ্চগড় বিপি সরকারি উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেন পঞ্চগড় পৌর আদর্শ উচ্চ বিদ্যালয় । বিশেষ গ্রুপে স্মার্ট সিটি তৈরি করে প্রথম হয়েছে অনুসন্ধিৎসু চক্র বিজ্ঞান সংগঠন এবং অর্গানিক কয়েল তৈরি করে দ্বিতীয় হয়েছে বিজ্ঞানী সাইফুল ইসলাম । জুনিয়র গ্রুপ মাধ্যমিকে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দেও পরীক্ষায় ১০০ নম্বরের মধ্যে ৬৭ পেয়ে প্রথম হয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরমানি তাবাসসুম । সঠিক উত্তরের পাশের টিক চিহ্ন দাও সিনিয়র গ্রুপে ১০০ নম্বরের মধ্যে ৭৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রামিশা ফারিয়া রিয়া । আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আমিরুল ইসলাম চেয়ারম্যান উপজেলা পরিষদ পঞ্চগড় সদর ও সভাপতি উপজেলা আওয়ামী লীগ পঞ্চগড় । সভাপতিত্ব করেন জনাব মোঃ মাসুদুল হক উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড় সদর ,পঞ্চগড়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক সহ উপস্থিত অতিথি বৃন্দ। এ বিষয়ে পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মাসুদুল হক বলেন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এর পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে পঞ্চগড় সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আজকের এই উদ্বোধনী/সমাপনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে । এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে ।এতে বিজ্ঞান চর্চায় শিক্ষার্থীরা আরো উদ্বুদ্ধ হয়ে দেশ সেবায় নিয়োজিত হবে বলে আমরা আশাবাদী ।