পাইকগাছার শিববাটীতে শিবসার অববাহিকায় রাস পূর্ণিমার পূণ্য স্নান ” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পাইকগাছা পৌরসভাস্থ উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির, সরল কালীবাড়ী, বাতিখালী হরিতলা পূজা মন্দির, বাজার পূজা মন্দির, শিববাটি পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির ও সরল গোপালপুর দাশপাড়া পূজা মন্দিরের যৌথ উদ্যোগে এর আয়োজন করা হয়।এ উপলক্ষে রাস মন্দির রাস মেলা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার সরদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)র সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু। উদ্বোধক ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। বিশেষ অতিথি ছিলেন,
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন , ইউএনও মমতাজ বেগম, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সমীরণ কুমার সাধু। বক্তব্য রাখেন,জেলা পূজা বিষয়ক সম্পাদক রমেন্দ্রনাথ সরকার, প্যানেল মেয়র এসএম তৈয়বুর রহমান ও কবিতা দাশ।