সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল নূরুল আনোয়ারকে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার তার নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২৭শে অক্টোবর) ই-পাসপোর্ট এবং অটোমেটেড বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট প্রজেক্টের সহকারী পরিচালক গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পাসপোর্ট অধিদপ্তরের নতুন মহাপরিচালক আগামী সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।
মেজর জেনারেল নূরুল আনোয়ার এর আগে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি (আর্টিলারি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাবেক মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আইয়ুব চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন।
পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ৬ অক্টোবর সাবেক মহাপরিচালক আইয়ুব চৌধুরীকে সামরিক বাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়। এরপর থেকে পাসপোর্ট মহাপরিচালকের পদটি শূন্য ছিল। মহাপরিচালকের অনুপস্থিতিতে অধিদপ্তরের দৈনন্দিন কাজ ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণে অচলাবস্থা দেখা দেয়। নতুন মহাপরিচালক নিয়োগের মধ্য দিয়ে পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।