হবিগঞ্জের বাহুবলের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশনের দেওয়ালে ফাটল গতকাল দৈনিক মানবাধিকার সংবাদে সংবাদ প্রকাশের পরদিন আজ বুধবার জেলা ও বিভাগীয় কর্মকর্তা সরজমিন পরিদর্শন করেছেন।
সংবাদ প্রকাশের আগে ফাটলের ছবি
বেলা ১১টার দিকে অতিরিক্ত প্রধান প্রকৌশলী এম প্রকাশ নন্দী সহ ডজনকানেক নেতৃবৃন্দ ফায়ার সার্ভিস এবং ট্রমা হাসপাতাল পরিদর্শন করেন। এদিকে, সংবাদ প্রকাশের পরপরই ফাটল দেওয়ালে সিমেন্ট বালু দিয়ে রিফাইন করা হয়েছে।
সংবাদ প্রকাশের পরপরই ফাটল সংস্কার
তাছাড়া পুনঃরায় ফাটল দেওয়ালটি মেরামত করলেও পাশের দেওয়ালটি ফসলী জমিনের দিকে হেলেই পরে থাকতে দেখা যায়। জানা যায়,গণপূর্ত বিভাগের আওতায় গত ২০১৮সালে উপজেলার বাহুবল কলেজ রোডে স্টেশনের কাজ শুরু করা হয়েছিল। শুরুতেই কাজে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠে। সরজমিন নাম প্রকাশ না করার শর্তে অনেকেই বলেন, ওই স্টেশনের সাইড দেওয়াল ফসলী জমিতে হেলে পড়েছে এবং বড়বড় ফাটল সৃষ্টি দেখা দিয়েছে। কথেক ব্যক্তি অভিযোগ করে বলেন,হেলে পরা দেওয়াল আর ফাটল রেখেই তড়িঘড়ি উদ্বোধনের প্রস্তুতি চালানো হয়েছে।