সমরেশ রায়, কলকাতা রিপোর্টার::
রিষড়া সেবক সংঘ, এই শিবির ২৫ শে মার্চ থেকে ২৭ শে মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয় আজ তার শেষ দিন দূরদূরান্ত থেকে দুস্থ ও প্রতিবন্ধী মানুষেরা এবং পোলিও মানুষেরা নাম এন্ট্রি করলেও আজ তাদের হাতে তুলে দেয়া হয় বিনামূল্যে কৃত্তিম পা ও ক্যালিপার। বিশ্ববাসীর কাছে মাড়োয়ারড়ী যুব মঞ্চ মন কেড়ে নিয়েছে এই ধরনের অনুষ্ঠান করায় , প্রায় 200 থেকে 250শো জনের মতো প্রতিবন্ধী মানুষকে তারা কৃত্রিম পা ও ক্যালিপার তুলে দিয়েছেন
এমনকি হুইলচেয়ার হাতে তুলে দিয়েছেন, এই অনুষ্ঠানকে সফল করতে এবং মাড়োয়াড়ী যুব মঞ্চ কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করেছেন ডক্টরস ব্যান্ড, বজ বজ রিফাইনারি লিমিটেড কোম্পানী । যে কৃত্রিম পা পয়ের মাধ্যমে সেই ব্যক্তি বিনা সাহায্যে চলাফেরা করতে পারবে, সাইকেল চালাতে পারবে ,নিত্য করতে পারবে এবং পাহাড়ে চড়তে কোনোরকম অসুবিধা হবে না বলে জানালেন মাড়োয়াড়ী যুব মঞ্চ এর সভাপতি ও ডক্টর মহাশয় । সহযোগিতা করেছেন যারা প্রতিবন্ধী মানুষের একটি রিম্পা সময়মতো হাতে যাতে তুলে দিতে পারে তার যথাসাধ্য চেষ্টা করার জন্য এবং তাদের হাতে তুলে দেওয়ার জন্য এর সাথে সাথে সহযোগিতা করেছেন মাড়োয়ারি যুব মঞ্চের সকল সদস্যবৃন্দ ও মহিলা বৃন্দরা, সকাল থেকেই দূরদূরান্ত থেকে কেউ বাবা-মায়ের সাথে, কেউ নিজে ,কেউ কারো সহযোগিতা নিয়ে এই মঞ্চে উপস্থিত হয়েছিলেন প্রতিবন্ধী ছোট ও বড় ছেলে মেয়েরা, সত্যিই একটি সুন্দর মুহূর্তের সৃষ্টি হয়েছিল, সকল প্রতিবন্ধী মানুষেরা খুশি এই ধরনের সহযোগিতা পেয়ে, তারা ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন, এমনকি এরকম কর্মকাণ্ডে ক্লাবের কর্তৃপক্ষরা লিপ্ত থাকায় এবং সমাজের কিছু মানুষের পাশে থাকায় ,এলাকার কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভার চেয়ারম্যান পর্যন্ত ধন্যবাদ জানিয়েছেন এবং সরাসরি জানিয়ে দিলেন ,যারা এই ধরনের কাজে এগিয়ে আসবে মানুষের পাশে ,তারা আমার কাছে গেলে আমি তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব, যাতে তারা আরো ভালোভাবে কাজ করতে যাতে পারে। দুস্থ মানুষের পাশে থাকতে পারে, তাদের সেবা করতে পারে, মঞ্চে উপস্থিত উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শশী সিং এবং রিষড়া পৌরসভার চেয়ারম্যান বিজয় সাগর মিশ্র মহাশয়, এছাড়া সংস্থার চেয়ারম্যান প্রমোদ আগরওয়াল, প্রেসিডেন্ট সুশীল ভাওয়া সিংকা, সেক্রেটারি অজয় সিংহাল, কো চেয়ারম্যান অশোক ঝুনঝুন ওয়ালা সহ সংস্থার সকল সদস্যবৃন্দ ও মহিলা সদস্যবৃন্দরা।