প্রতারণার শিকার নারায়নগঞ্জ বন্দর থানা এলাকার যুবক শফিউদ্দিনের করা অভিযোগের ভিত্তিতে আদম পাচারকারী প্রতারক আরিফুল ইসলাম বাবলুকে বুধবার (২৭ এপ্রিল) আনুমানিক বিকাল ৫ টায় গ্রেফতার করে তালা থানা পুলিশ।
আরিফুল ইসলাম (বাবলু) সাতক্ষীরার তালা উপজেলার সদর ইউনিয়নের বারুইহাটী গ্রামের আব্দুল কাদের মালীর ছেলে।
বুধবার (২৭ এপ্রিল) থেকে শুক্রবার(২৯ এপ্রিল) তারিখ সকাল পর্যন্ত তালা থানায় আটক থাকে – তারপর সাতক্ষীরা তালা থানার মামলা নং-২১/৬৫,তারিখ : ২৮/০৪/২২; ধারা- ৪০৬/৪২০/৪৬৮/৪৭১/৫০৬ পেনাল কোড-১৮৬০ বিদেশে পাঠানোর জন্য জাল ভিসা প্রদান করার অপরাধ, বিশ্বাস ভঙ্গ, প্রতারনা ও টাকা আত্মসাৎ করার জন্যে উপরোক্ত ধারায় তালা থানা থেকে শুক্রবার ১০ টায় সাতক্ষীরা জুডিঃ ম্যাজিস্ট্রেট আদালতে চালান করে।
শুক্রবার তালা থানা থেকে সাতক্ষীরা জুডিঃম্যাজিস্ট্রেট আদালতে নেওয়ার ৫ ঘন্টার মধ্যে আদালতের বিশেষ শাখায় প্রতারক আরিফুল ইসলাম বাবলুকে জামিন প্রদান করেন।