অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ৩০/০৭/২০২২খ্রি. তারিখ সকাল সকাল ১১:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন ০৬ নং শাহজাহানপুর ইউপিস্থ তেলিয়াপাড়া চা-বাগান সাকিনের নতুনপাড়া এলাকা হতে আসামী ১) চন্দ্র গোয়ালা (৩৪), পিতা-নরেশ গোয়ালা, সাং-তেলিয়াপাড়া চা-বাগান (নতুন পাড়া), ২) খোকন পান তাঁতী ওরফে খোকা (৩০), পিতা-নৃপেন্দ্র তাঁতী, সাং- তেলিয়াপাড়া চা-বাগান (নতুন পাড়া), উভয় থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জদ্বয়-কে ৮০ (আশি) বোতল ফেনসিডিল (যার মূল্য অনুমান-১,৬০,০০০/- টাকা) সহ আটক করা হয়।