1. admin@dainikmanobadhikarsangbad.com : admin :
রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহৌৎসব প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে - দৈনিক মানবাধিকার সংবাদ
৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| দুপুর ২:০৬|
শিরোনামঃ
তালায় প্রায় ৪ কোটি টাকা মূল্যের এলএসডিসহ এক মাদক ব্যবসায়ী  আটক নির্বাচন সুষ্ঠু করতে যাহা কিছু করার প্রয়োজন তাই করা হবে: সাতক্ষীরায় নির্বাচন কমিশনার তালায় শারীরিক প্রতিবন্ধী আলামিনের হারানো ভ্যান খুঁজে দিলেন এ এস আই আনিছুর রহমান শ্যামনগরে কথিত সীমানা পিলার বিক্রির সময় আটক-৫ তালায় জলবায়ু পরিবর্তন ও অভিযোজন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত মানব পাচার প্রতিরোধে স্কুলের শিক্ষার্থীদের প্রশিক্ষণ বোদায় হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ পালন ২০২৪ পশ্চিম বাংলা সরকারের উদ্দোগে পর্যটকদের জন্য তৈরি হবে জামে মসজিদ। শুভ জন্মদিন-আরিয়ান

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনের মহৌৎসব প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে

মোঃমাসুদ রানা, রামগড়(খাগড়াছড়ি)প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, এপ্রিল ৪, ২০২২,
  • 434 Time View

খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বন্ধ হচ্ছে না খাল, বিল,চাষাবাদের জমি ও পুকুর খননের নামে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব,প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে ও বাংলাদেশ আওয়ামীলীগের নাম ভাঙ্গিয়ে কিছু অসাধু নেতা জনবসতি এলাকায় মানুষকে ক্ষতিগ্রস্ত করে তাদের এসব অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।

অবৈধভাবে বালু উত্তোলন, পাহাড় কাটার বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার অভিযোগের ভিত্তিতে কিছু কিছু ঘাটে ভ্রাম‍্যমাণ অভিযান চালিয়ে জেল জরিমানা করেন,তবুও বালু এবং পাহাড় খেকোরা রামগড় উপজেলার বিভিন্ন স্থানে পরিবেশ নষ্ট করে সরকারি আইনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে তাদের অবৈধ কার্যক্রম চলমান রেখেছেন।

সরেজমিনে গিয়ে ও তথ্য প্রামাণের ভিত্তিতে জানা গেছে রামগড় ১নং ইউনিয়নের সোনাইআগা নামকস্থানে শেলো মেশিন পাম্প বসিয়ে দীর্ঘদিন যাবত লামকুপাড়ার স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম(৫০)নামে এক বালু ব‍্যাবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করছেন,বালু উত্তোলনের কারণে যেমন ধান চাষের জমি নষ্ট হচ্ছ তেমনই পরিবেশও পড়ছে হুমকির মুখে, স্থানীয় এলাকাবাসী জানান,যারা বালু উত্তোলন করছেন তারা নাকি বাংলাদেশ আওয়ামীলীগ এর রামগড় উপজেলার বড় নেতা,তাই কেউ ক্ষতিগ্রস্ত হলেও তাদের বিরুদ্ধে কথা বলতে চায়না,কারণ তারা নেতা। নামপ্রকাশে অনৈচ্ছুক স্থানীয় এলাকাবাসি জানান আব্দুর রহিম যেভাবে শেলো পাম্প বসিয়ে বালু উত্তোলন করছে এতে করে বর্ষা শুরু হলে জমিনের ওপর থাকা ফলজ এবং বনজ বাগানটি ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে,পাশে থাকা বসত বাড়িও চরম হুমকির মুখে পড়বে, এভাবে যদি বালু উত্তোলনের কার্যক্রম চলতে থাকে বেশিদিন লাগবে না বর্ষাতেই সোনাইআগা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়টি ও ধসে পড়ার আশঙ্কা রয়েছে,তারা গাড়ি নেওয়ার জন‍্য সরকারি স্কুলের জাগায় কেটে রাস্তা তৈরী করেছে, এবং শেলো পাম্পের বিকট শব্দে স্কুলের পাঠ দানেরও সমস্যা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ, এলাকাবাসী দ্রুতই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

বালু উত্তোলনকারী মোহাম্মদ আব্দুর রহিম মিয়া এই বিষয়ে জানান তিনি জমির মালিকের অনুমতি নিয়ে বালু উত্তোলন করছেন,বালু উত্তোলনের বিষয়ে উপজেলা ভূমি অফিসাররের কোন অনুমতি নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি এড়িয়ে যান।

এবিষয়ে রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত বলেন এই বিষয়ে আমি অবগত ছিলাম না, যখন জেনেছি দ্রুতই সোনাইআগা অবৈধ বালু ঘাটটিতে সরেজমিনে গিয়ে ভ্রাম‍্যমাণ আদালতের অভিযান চালিয়ে ব‍্যবস্থা নেওয়া হবে।

রামগড় উপজেলা সহকারী কমিশনার( ভূমি) উম্মে হাবিবা মজুমদারের নেতৃত্বে এলাকার অভিযোগের ভিত্তিতে অবৈধ বালু ও মাঠি ব‍্যবস্থাপনা আইন ২০১০ এর ৪/১৫ দ্বারায় ১৪ জানুয়ারী গর্জন তলীর রাকিবুল ইসলামকে পাহাড় কাটার দায়ে ৭০ হাজার টাকা,১৬ জানুয়ারি কালাডেবার জসিম উদ্দিন কে ৬০ হাজার টাকা,৩১ জানুয়ারি বালু উত্তোলনের দায়ে নতুনপাড়ার মোঃমোস্তফা কে ১লক্ষ‍্য ৫০ হাজার টাকা ও সর্বশেষ ৩ মার্চ ২০২২ ইং বৈদ‍্যপাড়া এলাকার ক‍্যাখাই মার্মা কে ৬০ হাজার টাকা ভ্রাম‍্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © প্রকাশক কতৃক সর্বস্বত্ব সংরক্ষিত -২০২২

You cannot copy content of this page