সিলেটের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মশিউর রহমাlন চৌধুরী l আজহায় কোরবানির জন্য গরু কিনে আদালত চত্বরে রাখেন। কিন্তু গরুটি চুরি যাওয়ায় কোরবানি দেওয়া হয়নি তার।
রোববার (১০ জুলাই) ঈদের দিন জামাতের আগমুহূর্তে সকালেই আদালত চত্বর থেকে চুরি হয়ে যায় গরুটি। ঈদের টানা ছুটির পর মঙ্গলবার আদালতের কার্যক্রম শুরু হলে এই চুরির ঘটনাটি আদালত পাড়ায় জানাজানি হয়।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ মিঞা আদালত চত্বর থেকে গরু চুরির তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় সংশ্লিষ্ট আদালতের নাজির বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ চোর শনাক্ত করে গ্রেফতারে কাজ করছে।