হবিগঞ্জ সদর উপজেলায় আপন ছোট ভাই ও চাচাত ভাইদের হাতে শাজাহান নামের এক যুবক নিহত।
গত ০৬ ই মে শুক্রবার দুপুর অনুমান ১৩.৪৫ ঘটিকার সময় হবিগঞ্জ সদর থানাধীন ৬নং রাজিউরা ইউপি ৮নং ওয়ার্ডে সুখচর গ্রামে শাহজাহান (৪০) পিতা মৃত মরম আলী কে বাড়ির উঠানে তার আপন ছোট ভাই এবং একই গ্রামের আপন চাচাত ভাইয়েরা মিলে শাহাজাহানকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করিলে ঘটনাস্থলেই শাহজাহান মারা যায়।
উল্লেখ্য যে, মৃত শাহজাহানের আপন চাচা মৃত কুদ্দুস মিয়া, পিতা-মৃত টেকু মিয়া, সাং-সুখচর গত ২০১৯ সালে একই গ্রামের দাস মহল্লার লোকজনের সাথে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মারামারিতে জখম প্রাপ্ত হয়ে মারা যায়। এই ঘটনায় ভিকটিম শাহজাহান মিয়া,দাস মহল্লার পক্ষ নেওয়ায় তাকে হত্যা মামলার আসামি করা হয়। ভিকটিম শাহাজাহান তার বোনের বাড়ি মাধবপুর হতে ঈদে বাড়িতে এসে হাঁসের খামার দেখাশুনা করছিল। অদ্য ০৬-০৫-২০২২খ্রি. তারিখ ভিকটিমের আপন ভাই ও তার চাচাত ভাইয়েরা ভিকটিম শাহজাহান কে তার বাড়িতে একা পেয়ে বসত বাড়ির উঠান সংলগ্ন হাঁসের খামারের সামনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।
উক্ত ঘটনার আসামীদের গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলি ঘটনাস্থল পরিদর্শন করেন। এছাড়াও তখন , হবিগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ গোলাম মর্তুজা উপস্থিত ছিলেন।
এ সময় তিনি নিহতের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন। তিনি উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক দ্রুত সময়ে আসামীদের গ্রেফতারের আশ্বাস দেন