আজ পশ্চিম বাংলার পুলিশ ও ন্যাশনাল নারকোলিস্ট ডিপার্টমেন্ট যৌথ ভাবে অভিযান চালিয়ে উড়িষ্যা যাওয়ার পথ থেকে আটক করেছে ১২০,কেজি, গাজা।
যার মূল্য প্রায় কয়েক লক্ষ টাকা। সাথে সাথে মারুতি ও সুজকি গাড়ি সহ গ্রেপ্তার করা হয় দুইজন কে। তবে কোথায় থেকে এই প্যাকেট বোঝাই গাজা আসছিল তা তদন্ত করে দেখছেন পশ্চিম বাংলার সি আই ডি। এর আগে পশ্চিম বাংলার ভারত ও বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে প্রচুর পরিমাণে গাজা ও হিরোইন এবং ফেনসিডিল সহ মাদক দ্রব্য উদ্ধার করে পুলিশ। আজ গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ও সি আই ডি র নাকা চেকিং ধরা পড়ে যায় এই গাজা। ধৃত ব্যক্তিদের আগামী কাল কোর্টে তোলা হবে। প্রায় সময় সীমান্ত অতিক্রম ভারত ও বাংলাদেশ মধ্যে প্রবেশ করে বেআইনি মাদক দ্রব্য। ইদানীং মালদাহ মুরশিদাবাদ দিনাজপুর জেলা ও নদীয়া এবং দুই চব্বিশ পরগনা জেলার বিভিন্ন যায়গায় পুলিশের নাকা চেকিং এ একের পর এক মাদক দ্রব্য উদ্ধার হচ্ছে। তবে আজকের এই গাজা কোথায় থেকে আসছিল তা অনুমান করা যাচ্ছে। তবে ভারতের পূর্ব রাজ্যে মনিপুর ও নাগাল্যান্ড থেকে আসাম রাজ্যের মধ্যে দিয়ে পশ্চিম বাংলার হয়ে বিভিন্ন যায়গায় চলে যেত । কখনো কখনো ভারতের সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের সাতক্ষীরা ও খুলনা এবং মানিকগঞ্জ জেলা এবং নদী পথে বাংলাদেশের বাগেরহাট জেলা পযন্ত চলে যায় বলে যানা গেছে।। ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষীদের কড়া নজরদারিতে ঘুরপথে এখন মাদক দ্রব্য চোরাচালান চলছে বলে মনে করা হয়েছে।।