ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার একই প্যাকেজ আরেকবার কিনে নিলে আগের মেয়াদের অব্যবহৃত ডেটা হারাবেন না গ্রাহকরা।
মেয়াদ শেষ হওয়ার আগে একই প্যাকেজ রিনিউ করলে অব্যবহৃত ডেটা ব্যবহার করতে পাবেন মোবাইল ইন্টারনেট গ্রাহকরা।
অর্থাৎ, একই প্যাকেজ আরেকবার কিনে নিলে আগের মেয়াদের অব্যবহৃত ডেটা হারাবেন না গ্রাহকরা। এর আগ পর্যন্ত ডেটা প্যাকেজের মেয়াদ শেষ হলেই অব্যবহৃত ডেটা আর ব্যবহারের উপায় ছিল না।
এ বিষয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি নতুন নির্দেশিকা জারি করেছে।
এর মাধ্যমে টেলিকম জায়ান্টদের নির্ধারিত মোবাইল ডেটা ব্যবহারের ক্ষেত্রে থাকা সময়ের সীমাবদ্ধতা দূর হলো।
মঙ্গলবার বিটিআরসি ঢাকায় এক ইভেন্ট আয়োজন করে নতুন ডেটা প্যাকেজ এবং প্যাকেজ নবায়নের পদ্ধতি ঘোষণা করে।