শ্রেষ্ঠ রিপোর্টিংয়ে সম্মাননা ক্রেস্ট পেলেন এশিয়ান টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এশিয়ান টেলিভিশনের শ্রেষ্ঠ প্রতিনিধি হিসেবে সম্মাননা পেলেন মনিরুজ্জামান তুহিন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি ) রাজধানীর নিকেতনে এশিয়ান টিভির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত টেলিভিশনের প্রতিনিধি সম্মেলনে তাকে এ সম্মাননা দেয়া হয়।
এশিয়ান টিভির নিজস্ব কার্যালয়ে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয়েছে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিনিধি সম্মেলন। এসময় ঢাকাসহ সারাদেশের এশিয়ান টিভির উপজেলা প্রতিনিধি, জেলা প্রতিনিধি , ব্যুরো চীফ ও বিভাগীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিনিধিদের শুভেচ্ছা জানিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান এবং সৈনিক লীগের সভাপতি আলহাজ হারুন-উর-রশিদ সিআইপি ও রূপায়ন গ্রুপের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, এবং কো- চেয়ারম্যান ও দেশ রুপান্তর প্রকাশক মাহির আলী খান রাতুল,প্রতিষ্ঠানের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ভারপ্রাপ্ত) জাহেদ ইবনে হামজা, জেনারেল ম্যানেজার শাহ রেজালউল মাহমুদ, ব্যবস্হাপক,মানব সম্পদ ও প্রশাসন মোহাম্মদ শেখ কাদির, প্রধান বার্তা সম্পাদক বেলাল হোসেন,হেড অব ব্রডকাস্ট আনোয়ারুল কবির,হেড অব মার্কেটিং শেখ শাখায়ে উল্লাহ মিলন, প্রোগ্রাম প্রধান জাহিদ হোসেন শুভন সহ আরো অনেকে।
প্রতিষ্ঠাটির পক্ষ থেকে বিভিন্ন জেলা- উপজেলার শ্রেষ্ঠ প্রতিনিধিদের ক্রেস্ট দিয়ে কাজের উৎসাহ প্রদানের জন্য সম্মাননা জানানো হয়েছে এমন আরো অনেককে।