শতভাগ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করাসহ কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন খুলনা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান। আজ রবিবার (১৬ জানুয়ারি) খুলনা পুলিশ লাইন্স (শিরোমনি) ড্রিলসেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সরকার ঘোষিত বিধি-নিষেধ প্রতিপালনসহ কার্যকর করার নির্দেশ দেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) এ এন এম ওয়াসিম ফিরোজের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) তানভীর আহমদ, পিপিএম সুশান্ত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মামুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) এসএম রাজু আহমেহসহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, অফিসার ইনচার্জ ও ফোর্স।