ঊনসওরের মহা নায়ক
রুমী খান
রক্তে ভেজা সিক্ত মাটি
বির্বণ সেই ঘাসে,
নরসিংদীর মাঠি ভিজিয়ে দিলো
আসাদের লাল রক্তে।
রয়েছে আজও পরি পাঠি
রক্তে ভেজা নরসিংদীর মাটি,
জীবন দিয়েছে দেশের তরে
রয়েছে আসাদ সম্মৃতির পটে।
আসাদ গেট, আসাদ হল
তার নামেতেই করা,
সম্মানের সাথে করে মনে
দেশের আম জনতা।
ইতিহাসে লেখা আছে
ঊনসওরের কথা,
নরসিংদীর মাঠিতে শুয়ে আছে
আমাদের মহান নেতা।
ইতিহাস পারবে না ভুলতে
আমাদের নেতার কথা,
গর্বে ভীষণ বুকটা ভরে যায়
মনে পরিলে ঊনসওরের মহানায়কের কথা।