পাড়ার প্রতিবেশী
**চাঁদনী সুলতানা **
অন্যের সমালোচনা করে
পাড়ার প্রতিবেশী,
ঘুরে ঘুরে শোনে
আছে দোষ কার বেশি ।
কারো বাড়ি ঝগড়া
শুনে দৌড়ে আসে তারা,
আছে কিছু প্রতিবেশী
যারা ঘুরে পাড়া পাড়া।
এ বাড়ির কথা ও বাড়ি বলে
গন্ডগোল লাগায় ,
গন্ডগোল শুরু হলে
তারা দৌড়ে পালায়।
ভালো কিছু প্রতিবেশী
করে উপকার,
যখন কারো বিপদে
থাকে খুব দরকার ।
হাতে গোনা প্রতিবেশী
যারা খুব ভালো,
এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর
চায়না কখনো ভালো ।
অন্যের সমালোচনা করে
পাড়ার প্রতিবেশী,
প্রতিবেশীর স্বভাবই
এমন হয় বেশি ।
অন্যের সমালোচনা করে
পাড়ার প্রতিবেশী,
খোঁজে খোঁজে দেখে
আছে দোষ কার বেশি ।।
হিংসায় জ্বলেপুড়ে বেশি ।।