বৃহস্পতিবার(২০জানুয়ারি)সকাল ১১:০০ থেকে দুপুর ০২:০০ঘটিকা পর্যস্ত রামগড়,সোনাইপুল বাজারে মাস্ক না পরা ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত।ভ্রাম্যমান আদালতের অভিযানে বিভিন্ন জনকে নগদ অর্থ জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন রামগড় উপজেলা নিবার্হী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মজুমদার।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়,সরকার ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও নানা অজুহাতে অনেকে মাস্ক ব্যবহার করছেন না। তাই ঘরের বাইরে সবার মাস্ক পরা নিশ্চিত করতে এই অভিযান চলছে।এসময় আরো উপস্থিত ছিলেন রামগড় থানার এসআই আল-মামুন সহ পুলিশ ও আনসান বাহিনী।