ফের করোনা ভাইরাস বৃদ্ধি পাওয়ায় সর্তককরণ প্রচারণা ও মাস্ক বিতরণ করেছে তালা থানা পুলিশের একটি টিম। মঙ্গলবার ১১টার দিকে তালা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে তালা বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ হাটবাজারে সচেতনতামূলক পথসভা এবং মাস্ক বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান, এস আই ইমন, তালা থানা পুলিশের একটি চৌকস টিমসহ গ্রীনম্যান নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনসহ সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মাইকিং ও মাস্ক বিতরণ বিষয়ে অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, পুলিশ সুপার সাতক্ষীরা মো: মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এর নির্দেশনার আলোকে অমিক্রণ ভারিয়ান্টস’র ভয়াবহ সংক্রমণ প্রতিরোধে তালা থানা পুলিশ মঙ্গলবার সকালে মাইকিং ও মাস্ক বিতরণ করা হয়। এছাড়া বিভিন্ন এলাকায় মাইকিং ও লিফলেট বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস নিয়ে গুজব না ছড়াতে জনগণকে অনুরোধ করেছি।