নেত্রকোনার সীমান্তবর্তী কলমাকান্দা উপজেলা বিপুল পরিমাণ ভারতীয় প্যাম্পারস প্যান্ট জব্দ করেছে নেত্রকোনা ব্যাটেলিয়ান ( ৩১ বিজিবি)। রবিবার ( ২৩ জানুয়ারী) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খারনৈ ইউনিয়নের চিকনী নামক স্থান থেকে ১৭ হাজার ১৭৯ পিস ভারতীয় প্যাম্পারস প্যান্ট জব্দ করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ১০ লক্ষ ৯০ হাজার ২১০ টাকা।
নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বি জি বি) অধিনায়ক লে: কর্নেল এ এস এম জাকারিয়া আজ সোমবার (২৪ জানুয়ারী) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, জেলার কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের চিকনী এলাকায় রবিবার রাত টহল দিচ্ছিল বিজিবি। পরে গোপন সংবাদের ভিত্তিতে রাত ২ টার দিকে তার (লে: কর্নেল এ এস এম জাকারিয়া) নেতৃত্বে ১০ সদস্যের একটি টহল দল দায়িত্বপূর্ণ মেইন পিলার ১১৭৫ হতে আনুমানিক ৪ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে চিকনী এলাকায় ফাঁদ পেতে থাকে।
এ সময় ভারতের দিক থেকে চোরাকারবারীরা মালামাল নিয়ে বাংলাদেশের দিকে আসতে দেখে বিজিবির টহল তাদের চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যায়। তখন ঘটনাস্থল থেকে উক্ত মালামাল জব্দ করা হয়। তবে কোনো চোরাকারবারীকে আটক করতে পারেনি। জব্দকৃত মালামাল জেলা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে।