কলেজছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের মামলার প্রধান আসামি সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনার ডুমুরিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।আটক সৈয়দ আকিব তালা উপজেলা সদরের মাঝিয়াড়া গ্রামের দালাল সৈয়দ ইদ্রিসের ছেলে। সৈয়দ আকিব তালা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান চালিয়ে কলেজছাত্রকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও নির্যাতন মামলার প্রধান আসামি সৈয়দ আকিবকে গ্রেপ্তার করা হয়েছে।