খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) বয়রাস্থ পুলিশ লাইন্সে জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকালে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের স্মরণে নবনির্মিত “মনুমেন্ট” উদ্বোধন করেন কেএমপি’র কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা।
রবিবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে নবনির্মিত মনুমেন্ট উদ্বোধনকালে কেএমপি’র পুলিশ কমিশনার মহোদয় বাংলাদেশ পুলিশের সকল শহীদ পুলিশ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম; ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন, ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ আনোয়ার হোসেন, বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, ডেপুটি পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ এহ্সান শাহ্, ডেপুটি পুলিশ কমিশনার (ডিবি) বিএম নুরুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (প্রসিকিউশন) রিয়াজ উদ্দিন আহম্মেদ, ডেপুটি পুলিশ কমিশনার (এফএন্ডবি) শেখ মনিরুজ্জামান মিঠু, ডেপুটি পুলিশ কমিশনার (ইএন্ডডি) মোঃ কামরুল ইসলাম; ডেপুটি পুলিশ কমিশনার (আরসিডি) মনিরা সুলতানা, ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ তাজুল ইসলামসহ কেএমপি’র উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।