খাগড়াছড়ি জেলার রামগড়ে “রামগড় স্টুডেন্টস ফোরাম” এর কমিটি গঠন করা হয়েছে,দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থীদের নিয়ে এই পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। আগামী ১বছরের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন ইয়াসির আরাফাত (অনিক) এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন মো:রবিউল হাসান।
সংগঠনটির সভাপতি ইয়াসির আরাফাত (অনিক) ও মোঃ রবিউল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে সহ সভাপতি পদে আছেন দোস্ত মোহাম্মদ,ফারজানা আক্তার সিক্তা ও তারেকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক পদে ফারজানা আক্তার পিংকি ও ক্যজরী মারমা, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান রাসেল,সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম শাকিল,অর্থ সম্পাদক আজিজুল হাকিম আবির,দপ্তর সম্পাদক মো:জসিম উদ্দীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান পারভেজ,সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক তারিন আক্তার,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানজিনা আক্তার মিম,ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদুল হক,ছাত্রী বিষয়ক সম্পাদিকা সাদিয়া তানজিম ঐশী ও রিকু রানী দেবী,ক্রীড়া বিষয়ক সম্পাদক অরুপ বৈষ্ণব,আইন সম্পাদক তাওহীদা ফেরদৌস বৃষ্টি,কার্যকরী সদস্য জাকিয়ি পাঠান মাঈশা ও শাহনাজ শবনম।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে নব নির্বাচিত সাধারণ সম্পাদক মো:রবিউল হাসান বলেন,পিছিয়ে পড়া প্রত্যন্ত এলাকাবাসীকে শিক্ষামুখী করা আমাদের লক্ষ্য,দারিদ্র শিক্ষার্থীরা যেন বিনা বাধায় উচ্চ শিক্ষার সুযোগ পায় সে বিষয়ে সচেতন থাকবে আমাদের সংগঠন,তিনি আরো জানান,নিজ শেকড়ের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের পথচালা, তাই এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করছি।