খাগড়াছড়ি গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গণনার শেষে বেসরকারি ভাবে ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশনের কর্মকর্তা মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও গুইমারা উপজেলা নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম।
গুইমারা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মেমং মারমা বিজয়ী হয়েছে। মেমং মারমা ৮৬৬৯ ভোট ও তাঁর প্রতিদ্বন্দি স্বতন্ত্র প্রার্থী ( আনারস ) উশ্যেপ্রু মারমা পেয়েছে ৫৭০০ ভোট।
নির্বাচন কমিশনের কর্মকর্তা মাটিরাঙ্গা উপজেলা নির্বাচন অফিসার ও গুইমারা উপজেলা নির্বাচনের সহকারী রিটানিং কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম বলেন, সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ও ফলাফলে অংশগ্রহনকারীরা সন্তুষ্ট হবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গুইমারা উপজেলা অওয়ামী লীগের কার্যালয়ে নৌকার বিজয়ী প্রার্থীকে মিষ্টি মুখ করান জেলা আওয়ামী লীগের নেতারা।
বিজয়ী মেমং মারমা বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়েছি, এখন তাঁদের জন্য কাজ করতে হবে অনেক, উপজেলার উন্নয়ন করতে হব।
খাগড়াছড়ি পুলিশ সুপার মোঃ আব্দুল আজিজ বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর ভুমিকায় রেখেছে আইনশৃঙ্খলাবাহিনী।
গুইমারা উপজেরা পরিষদ নির্বাচনে ১৪টি ভোট কেন্দ্রে ৯২টি বুথে ৩৩ হাজার ১৫৭জন ভোটার তাদের নতুন নেতৃত্ব নির্বাচিত করেছেন। পুরুষ ভোটার ১৭ হাজার ৬২ জন ও নারী ভোটার ১৬ হাজার ৯৫ জন।