খাগড়াছড়ি জেলার রামগড় বল্টুরাম টিলা এলাকার পরিত্যক্ত একটি মদের কারখানা থেকে খাদিজা বেগম (৫২) এক মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।
২৪ জুলাই (রবিবার) সকাল ১১টার সময় রামগড় বল্টুরাম টিলা ও সুকেন্দ্রপাড়ার মাঝামাঝি পরিত্যক্ত মদের কারখানা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।স্থানীয় এলাকাবাসি সুত্রে জানা গেছে খাদিজা বেগম রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা বল্টুরাম টিলা গ্রামের মোঃ নুরুল আলমের স্ত্রী।
খাদিজার ভাই আবদুল হক জানান, গত ২১ জুলাই সকালে ঘুম থেকে উঠে তার বোনকে খুঁজে না পেয়ে সারাদিন আত্নীয় স্বজনের বাসায় অনেক খোঁজাখুঁজি করে,কিন্তু বোনের কোনো সন্ধান পাইনি। সন্ধান না পেয়ে পরদিন রামগড় থানায় আমি নিখোঁজ ডায়েরি করি। পরে আজ ২৪ জুলাই সকালে দুর্গন্ধের সূত্র ধরে সুকেন্দ্রপাড়ার পরিত্যক্ত মদ কারখানাতে স্থানীয় এলাকাবাসী খুজঁতে গেলে একটি রুমে অর্ধগলিত মহিলার লাশ দেখতে পেয়ে রামগড় থানা পুলিশকে খবর দিলে পরে পুলিশ লাশ উদ্ধার করেন।
রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃমিজানুর রহমান জানান, স্থানীয় এলাবাসীর খবর পেয়ে এক মহিলার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছি। ময়নাতদন্তের জন্য লাশ খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে রামগড় থানায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে মৃত্যুর কারণ উদঘাটন করা যাবে।