খাগড়াছড়ি জেলার রামগড় ৪৩ বিজিবি কর্তৃক জোন এলাকায় ভারতীয় শাড়ি ও মদ আটক করা হয়। ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার ০৪.৩০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ লাচারীপাড়া বিওপি‘র একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত লাচারীপাড়া বিওপির পিলাকছড়া নামক স্থান হতে মালিকবিহীন ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার বাজার মূল্য-৩৩,০০০/- টাকা। আটককৃত ভারতীয় মদ রামগড় থানায় জিডি এন্ট্রি করে পরবর্তীতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এছাড়াও রাত ০৯,৩০ ঘটিকায় রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ রামগড় বিওপি‘র একটি টহল দল কর্তৃক খাগড়াছড়ি জেলার রামগড় থানার অন্তর্গত রামগড় বিওপির বাজার পোষ্ট নামক স্থান হতে ভারতীয় শাড়ী আটক করতে সক্ষম হয়, যার বাজার মূল্য-৩,২০,০০০/- টাকা। আটককৃত ভারতীয় শাড়ী সীতাকুন্ড কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রামগড় ৪৩ বিজিবি অধিনায়ক মোঃহাফিজুর রহমান জানান,জোন আওতাধীন সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।