খুলনায় টিসিবির উপকারভোগী বাছাই ও পণ্য বিক্রয় কার্যক্রম সংক্রান্ত জেলা মনিটরিং কমিটির সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান ও খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উক্ত সভায় খুলনার টিসিবির ডিলারদের উপস্থিতিতে বক্তৃতা রাখেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার এবং খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ।
উক্ত সভায় ডিলারদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। আগামী ১০ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত টিসিবির মাল সারা বাংলাদেশ বিক্রয় করা হইবে। কিভাবে এই পণ্য সাধারণ গরিব মানুষের কাছে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে মতামত গ্রহণ করেন।
সভায় ডিলার দের পক্ষ থেকে বক্তব্য রাখেন সফিউদ্দিন ,আনোয়ার হোসেন , আইনুল কবীর ও আরো অনেকে। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন টিসিবির স্থানীয় কর্মকর্তারা ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় জেলা প্রশাসক ও মেয়র মহোদয় এর মাধ্যমে জানানো হয় যে টিসিবির পণ্য গরিব মানুষ যেন হাতে পায় সেই কারণে টিসিবির মাল কার্ডের মাধ্যমে বিক্রয় করা হইবে এবং এই কার্ডগুলো সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর যাচাই বাছাই পূর্বক গরিব মানুষের হাতে পৌঁছে দিবে বলে জানান।