
খুলনার ডুমুরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২ পিস ডাইমন্ড সহ মোঃ আব্দুল হাই(৫০) ও মোঃ মাহাবুর খাঁ (৪২ )নামের ২ জন ডাইমন্ড ব্যবসায়ীকে আটক করেছে। গত সোমবার বিকেলে উপজেলার খর্নিয়া বাজার সংলগ্ন মফিজুরের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।

খুলনার ডুমুরিয়া থানার অফিসার্স ইনচার্জ শেখ কনি মিয়া। জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার দিন বিকেলে ঘটনাস্থলে পৌঁছায় তখন ডাইমন্ড পাচারকারীরা মটর সাইকেল যোগে সাতক্ষীরা থেকে খুলনায় যাওয়ার প্রতিমধ্যে খর্নিয়া বাজার সংলগ্নে পৌঁছানো মাত্র মটর সাইকেল গতিরোধ করে তাদেরকে শরীরে থাকা ২ পিস ডাইমন্ড পাওয়া যায়।এ ডাইমন্ড কিনা সন্দেহে একাধিক ডাইমন্ড পরিক্ষা কারী সর্নকার পরিক্ষা করলে সেটা প্রকৃত ডাইমন্ড না বলে জানায়। অভিযান চালিয়ে সাতক্ষীরা শ্যামনগর , নকিপুর এলাকার মৃত জমাত আলী মোল্লার পূত্র মোঃ আব্দুল হাই (৫০) ও একই এলাকার মৃত আবুল হোসেন খার পূত্র মাহাবুব খাঁ (৪২) কে আটক করে। এরপর তল্লাশি করে তাদের কাছ থেকে ২ পিস কাঁচের ডাইমন্ড উদ্ধার করা হয়। ঘটনা প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ ঘটনায় প্রতারনা মূলক মিথ্যা বলে ডাইমন্ড বিক্রি অভিযোগে প্রতারনা আইনে মামলা দায়েরর প্রস্তূতি চলছিলো।