খুলনার ডুমুরিয়ায় গুটুদিয়া ও সাহস এলাকায় বেআইনী ভাবে বালু উত্তোলনের অপরাধে ভ্রাম্যমান আদালতের অভিযানে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা ধার্য্য করা হয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) বিকেলে উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মামুনুর রশীদ এর নেতৃত্বে আদালতের এ অভিযান পরিচালিত হয়। সংশ্লিষ্ট সূত জানা গেছে উপজেলার গুটুদিয়া ইউনিয়নের মোস্তফা মোড়ে বয়রা এলাকার ফজলু সরদার (৪০) এবং সাহস এলাকার মোঃ আলামিন (৩০)কে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ লংঘন করে বালি উত্তোলন করায় প্রত্যেক কে ৫০ টাকা করে ১লাখ টাকা অর্থদন্ড অনাদায়ে ১ মাসর বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন।
আদালত পরিচালনায় সহযোগিতা করেন থানা পুলিশের সদস্যবৃন্দ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ