ডুমুরিয়ার চুকনগরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার দুপুরে আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিট্রেট মোঃ আবদুল ওয়াদুদ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার চুকনগর বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ পশু খাদ্য রাখা ও বিক্রির অপরাধে মিজানুর রহমানের ফিস ফিডের দোকানে ১০ হাজার টাকা, আব্দুর রাজ্জাকের দোকানে ৫ হাজার টাকা,সাইফুল ইসলামের দোকানে ৫ হাজার টাক ও হিমায়িত রপ্তানি যোগ্য চিংড়িতে অপদ্রব্য পুশ ও অস্বাস্থ্যকর পরিবেশে পক্রিয়াজাত করণের অপরাধে আনিচুর রহমানকে ৫০ হাজার টাকাসহ মোট ৭০ হাজার টাকা জরিমানা করা পূর্বক আদায় করা হয়।
এসময় আদালতকে সহযোগিতা করেন থানা পুলিশের একটি দল।