খুলনার ডুমুরিয়ায় মহাসড়কের বাকে কেড়ে নিল আরও এক যুবকের তরতাজা প্রাণ।
সোমবার (২৪ জানুয়ারি) বিকাল ৩টার দিকে চুকনগর-খুলনা মহাসড়কের চুকনগর সরদার বাড়ির বটতলা মোড় নামকস্থানে এদুর্ঘটনা ঘটে।
নিহত যুবক কেশবপুর সদরের মৃত আব্দুল মোমিনের ছেলে তোফিক হাসান সোহেল(৩৫)।
খর্ণিয়া হাইওয়ে থানার ওসি মোঃ মেহেদী হাসান জানান, যশোরের কেশবপুর উপজেলা সদরের মৃত আব্দুল মোমিনের ছেলে তৌফিক হাসান সোহেল(৩৫) খুলনা থেকে ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরছিলেন। এসময় চুকনগর-খুলনা মহাসড়কের চুকনগর সরদার বাড়ির বটতলা মোড় নামকস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস (খুলনা মেট্রো-জ ০৫-০০৩৬) মুখোমুখি সংঘর্ষে (বাকের কারণে একে অপরকে দেখতে না পারায়) ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ও বাসটি থানা পুলিশের নিয়ন্ত্রণে ছিল।