খুলনার পাইকগাছায় আঁখি(১৭)নামে এক নববধু গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সে পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাতিখালীর পুরাত গুদাম ঘরের বাসিন্দা শিহাব গাজীর স্ত্রী। এদিকে স্ত্রী আত্মহত্যা করায় স্বামী শিহাবও আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা উপস্থিত হওয়ায় শিহাবের আত্মহত্যা সফল হয়নি বলে জানা যায়।
পরিবারের লোকজন জানায়,৫ই এপ্রিল (মঙ্গলবার) ভোর ৫টার দিকে নিজ বসত ঘরের আড়ায় এ ঘটনা ঘটায়। মৃতের স্বামী শিহাব গাজী জানায়, সোমবার রাত ১০ টার দিকে বাপের বাড়ী যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। শিহাব যেতে রাজী না হওয়ায় এ ঘটনা ঘটে। মোবাইলের মাধ্যমে প্রেম হওয়ার পর প্রায় তিন মাস আগে তাদের বিয়ে হয় বলে স্বামী জানায়। পুলিশ ঘটনা স্থল পরিদর্শন কালে সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়না তদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান,থানায় অপমৃত্যু মামলা হয়েছে।লাশ মর্গে পাঠানো হয়েছে।