খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকার মল্লিক সড়কে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দু’টি ঘরের ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) রাত পৌনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস খুলনা সদর স্টেশনের সিনিয়র অফিসার মো: সাইদুজ্জামান এ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সর্বপ্রথম নিউ নুর ডেকোরেটরের গোডাউন ঘরে আগুনের সূত্রপাত হয়। এরপর পাশের একটি ফার্ণিচারের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে পরে ফায়ার সার্ভিসে খরব দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত পৌনে ১২ টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ থেকে সংবাদ পান। ঘটনাস্থলে পৌঁছাতে ফায়ার সার্ভিস সদস্যদের পাঁচ মিনিট সময় লাগে। এর মধ্যে আগুন সর্বত্র ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস সদর শাখার চারটি ইউনিট দু’ঘন্টা ৪৫ মিনিট নিরলস চেষ্টা চালিয়ে আগুন নির্বাপণ করতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনায় ৪৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ১৫ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছে তারা। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে বৈদ্যুতিক গোলাযোগের কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে।